আনোয়ারায় রাতের আঁধারে সীমানা প্রাচীর ভাংচুর – ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আনোয়ারায় রাতের আঁধারে সীমানা প্রাচীর ভাংচুর –
ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে ফিল্মি স্টাইলে সীমানা প্রাচীর ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীদের পরিবার।

সোমবার (০৬ অক্টোবর) আনোয়ারার সদরস্থ বার আউলিয়া বিল্ডিং এ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পাঠকৃত বক্তব্য ভুক্তভোগী মোরশেদুল আলম বলেন, আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পুতুন আলী শাহ্ মাজারের পাশে আমাদের মৌৱশী সম্পত্তি দীর্ঘশত বছট ধরে আমরা ভোগ দখল করে আসতেছি। এরই মধ্যে আমাদের প্রতিবেশী পেঁচু মিয়া এবং তার ছেলেরা আমাদের জায়গায় সম্পত্তি পাবে ভূয়া দাবী উত্থাপন করে আদালতে মামলা দায়ের করে যে মামলায় আমাদের পক্ষে রায় হয়। পরবর্তীতে রায় পাওয়ার পর আমরা আমাদের জায়গা টিনের বেষ্টনী দিয়ে ঘেরাও করে ফেলি। এরই মাঝে রবিবার (০৫ নভেম্বর) দিবাগত রাতে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ২০-৩০ জন হেলমেট পরিহিত ভাড়াটিয়া সন্ত্রাসী এনে আমাদের টিনের প্রাচীর ভেঙে ফেলে এবং আমরা বাঁধা দিতে চাইলে তারা আমাদের উপর চাড়াও হয়। এঘটনায় আমি থানায়ও লিখিত অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্তরা হলো, পেঁচু মিয়ার ছেলে শফিকুল হক দুলু (৪৮), শহিদুল আলম (৫৩), একরামুল হক মামুন (৪২), মুবিনুল হক হামিদ (৪২)সহ অজ্ঞাত ২০-৩০ জন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, আলী আকবর সওদাগর, সামশুল আলম সওদাগর, খোরশেদ আলম, নুরুল আবছার প্রমুখ।

এবিষয়ে অভিযুক্ত শহিদুল আলম বলেন, আমরা শহরে থাকি আমরা এবিষয়ে কিছু জানিনা

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ জানান, এবিষয়ে একটা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *