আনোয়ারায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ারায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারা উপজেলার বন্দর মহালখান বাজার এলাকায় প্রবাসী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো মোহাম্মদ আলী ও প্রবাসী মো জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার কালাবিবির দিঘি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এসংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য মো মোহাম্মদ আলী, নুরুল আলম শাকিল, রেহেনা বেগম ও শারমিন আক্তার।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা বলেন, দক্ষিণ বন্দর, মহালখান বাজার এলাকায় আমরা ৯ শতক জমি কিনে নিয়েছি। ওই জমি আরএস, বিএস ও খতিয়ানসহ ভুমি অফিসের মাধ্যমে আমরা নামজারিও করে নিয়েছি। এবং বর্তমানে আমাদের দখলেও রয়েছে। কিন্তু স্থানীয় ভূমিদস্যু আবদুস সোবহান তার স্ত্রী করিমুন্নেছা বেগম, ছেলে মো হানিফ, আবদুল হান্নান ও আবদুল্লাহ্ আল নোমানসহ তাদের পরিবারের সদস্যরা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১২ বছর ধরে হয়রানি করছে। এদিকে তারা আমাদের নামজারির বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)র কাছে নামজারি বাতিলের আবেদন করলে কাগজপত্র ঠিক থাকায় ভুমি অফিস আমাদের পক্ষে রায় দেন। কিন্তু তারা এসব না মেনে আদালতে আমাদের বিরুদ্ধে আবারো মামলা দায়ের করেন। এতে নিম্ন আদালত আমাদের পক্ষে রায় দিলে আবার উচ্চ আদালতে আপিল করেন তারা। এভাবে আমাদেরকে দীর্ঘ ১২ বছর ধরে হয়রানি করে আসছে। আমরা এসব ভূমিদস্যু থেকে মুক্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *