আনোয়ারায় বয়:সন্ধিকালে মেয়েদের মানসিক স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় বয়:সন্ধিকালে মেয়েদের মানসিক স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় মেয়েদের মানসিক স্বাস্থ্য বিকাশে সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বয়:সন্ধিকালে মেয়েদের মানসিক স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে উপজেলার পারকি সমুদ্র সৈকতের লুসাই পার্কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক চট্টগ্রাম-এর সহধর্মিণী সাইকোলজিস্ট ও সিপিটি প্র‍্যাকটিশনার মিজ্ তানজিয়া রহমান।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন ইসলাম , উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজ বেগমসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা এবং উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে মিজ্ তানজিয়া রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে প্রকাশিত ডাকটিকেট ও বিভিন্ন প্রজাতির চারাগাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *