আনোয়ারায় পুকুরের মাছ ভাগ করা নিয়ে প্রতিপক্ষের হামলা: নারীসহ আহত ২
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের বাড়ীতে পুকুরের মাছ ভাগ করা নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছেন। গত সোমবার বেলা ১১ টায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন মনির আহমদ ও তার স্ত্রী সাজিয়া বেগম।
এ ঘটনায় মনির আহমদ বাদী হয়ে থানায় প্রতিপক্ষের ফারুক আজম (৪০),নুর আজম (৩৫),মো. ইসমাইল (৫৫),মোহাম্মদ আলীর (৫২),বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,রায়পুুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের বাড়ীর একটি সার্বজনীন পুকুরে প্রতি বছর জাল ফেলে হিস্যা অনুযায়ী মাছ ভাগবাটোয়ারা করা হয়ে। প্রতি বছরের ন্যায় এ বছরও পুকুরের মাছ ভাগ করার সময় মনির আহমদের উপর ফারুক আজম ও তার ভাইয়েরা হামলা করে মাছ লুট করে নিয়ে যায়। এসময় মনিরের স্ত্রী সাজিয়া বেগম তার স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করে।
অভিযুক্ত ফারুকে আজমের মোবাইল ফোনে কল করলে সাংবাদিক পরিচয় পেয়ে ভুল নাম্বার বলে লাইন কেটে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার এ এস আই বাহার উদ্দিন বলেন, এ ঘটনায় উভয় পক্সকে থানায় ডাকা হলেও বিবাদীরা উপস্থিত হয়নি। বাদী যদি বলে আমি অভিযোগটি আদালতে পাঠিয়ে দিব।