আনোয়ারায় পশুরহাট ইজারাদারের সংবাদ সম্মেলন

আনোয়ারায় পশুরহাট ইজারাদারের সংবাদ সম্মেলন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় মহালখান বাজার ইজারাদারের উদ্যোগে এইভারে নতুন করে বসেছে পশুর হাট। উপজেলার সিইউএফএল সড়কের কাফকো হাউজিং কলোনির সামনে এই বাজার বসানো হয়েছে।

জানা যায়, এই অস্থায়ী পশুর  হাট পরিচালনা করবে বৈরাগ ইউনিয়নের ইউপি সদস্যরা। স্থানীয় ইউপি সদস্যদের নেতৃত্বে আগামী শুক্রবার থেকে কুরবানির দিন পর্যন্ত ১০দিন ব্যাপী এই অস্থায়ী পশুর হাট চলবে।

এই উপলক্ষে বুধবার (২১জুন)  বিকেল ৩টাই বাজার ইজারাদার কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে অংশ নেন স্থানীয়  ইউপি সদস্যরা। এসময় ইউপি সদস্য ফরহাদ বলেন, আমরা যখন নির্বাচিত হয়েছি তখন থেকে আমরা জনগণ সবকিছু সহজলাভ্য করার প্রতুশ্রুতি দিয়েছি। উপজেলায় সব ইউনিয়নে হাটবাজার রয়েছে অথচ আমাদের এখানে কোন হাটবাজার নাই। যার ফলে জনগনের কথা চিন্তা করে আমরা ইউপি সদস্যরা মিলে এই উদ্যোগ নিয়েছি।
সংবাদ সম্মেলনে অপর ইউপি সদস্য মুসা তালুকদার বলেন, আনোয়ারায় ডিসি অফিস থেকে ৫টি হাট ইজারা দিয়েছে।  আমরা তখন থেকে জনগনের কথা চিন্তা করে একটি আবেদন করেছি। আজকে উপজেলা প্রশাসনসহ চেয়ারম্যান মহোদয়ের সম্মতিক্রমে সার্বিক আয়োজন করেছি। এই হাটে আমরা সার্বিক সুবিধা রেখেছি। হাসিলও রেখেছি খুব অল্পতে। যাতে ক্রেতা বিক্রতা বেচাকেনা করতে সুবিধা হয়।

সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: মোরশেদ,রুপম বসু,মো: জাহাঙ্গীর, মো: ইলিয়াস কাঞ্চন, মো: ইদ্রিস প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *