আনোয়ারায় দিনে-দুপুরে পুকুরের মাছ নিয়ে গেলো দুর্বৃত্তরা

আনোয়ারায় দিনে-দুপুরে পুকুরের মাছ নিয়ে গেলো দুর্বৃত্তরা

মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুরুষ সদস্যদের অনুপস্থিতিতে দিনদুপুরে পুকুরে জাল ফেলে মাছ মেরে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের পদ্মপাড়া অটল মাস্টারের বাড়ীর পুকুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় তপন সরকার (৫২) বাদী হয়ে স্থানীয় ৭জনসহ অজ্ঞাত নামা ২০-৩০ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলো, আশিষ দত্ত (৪২), মিন্টু মজমুদার (৪০),
অডিট মজমুদার (৩০), দেবাশিষ দত্ত (৩৩), তপন দত্ত (৫৮), নির্মল দত্ত (৪৬), সুভাষ দত্ত (৪৩) তারা সবাই বারখাইন ০৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জায়গায় নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় বিবাদীগণ পুরুষ সদস্যের অনুপস্থিতির সুযোগে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে তপশীলোক্ত পুকুর থেকে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের অনুমান কেজির বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ ধরে নিয়ে যায়। এবং পরিবারের নারী সদস্যরা বাঁধা দিতে চাইলে তাদের সাথে অশোভন আচরণ করে।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, এই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছি।

নামঃ মো আরাফাত
(আনোয়ারা,চট্টগ্রাম)
মোবাইলঃ ০১৬৯০১৭৩৩৪১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *