আনোয়ারায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
মো আরাফাত আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাফর (৫৫) নামের দশ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করছে আনোয়ারা থানা পুলিশ।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এএসআই রেজাউল করিমের নেতৃত্বে রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাফর বারশত ইউনিয়নের পরুয়া পাড়া গ্রামের আব্দুন্নবীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ জানান, আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।