
আনোয়ারায় ডাকাত সন্দেহে যুবককে গণপিটুনি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় ডাকাত সন্দেহে বাবু (৪০) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের রেহান আলী মাতব্বরের বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জালাল উদ্দিন বাদী হয়ে তিনজনকে আসামী করে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, স্থানীয় মৃত আবদুস সালামের পুত্র মো. বাবু (৪০),
জমির উল্ল্যাহর পুত্র সিরাজ ফকির (৫৫),সিরাজ ফকিরের পুত্র মো. ফরহাদ (২৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. জালাল উদ্দিন প্রতিদিনের ন্যায় বাড়ীতে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত ব্যক্তিরা তার বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঘরের দরজায় আঘাত করতে থাকে এবং গালিগালাজ করতে থাকে।
শোর চিৎকার শুনে জালাল ঘর থেকে বের হলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে বাবু নামের যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ভুক্তভোগী জালাল বলেন, এর আগেও চক্রটি কয়েকবার আমাদের বাড়িঘরে হামলা,লুটপাট চালাতে চেয়েছিল । গতকাল আবারো লুটপাট করতে আসলে স্থানীয় লোকজন এগিয়ে এসে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্তা নেওয়া হবে।