আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসব ১৭ জুন

আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ও শিশু উৎসব ১৭ জুন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পুরস্কার বিতরণী ও শিশু উৎসব আগামী ১৭ জুন শনিবার, বিকেল ৩টায় আনোয়ারা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন। অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী।

এছাড়া শিক্ষাবিদ, রাজনৈতিক, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কে জি হতে অষ্টম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ল্যাপটপসহ শিক্ষা উপকরণ পুরস্কৃত করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *