আনোয়ারায় জশনে জুলুস অনুষ্ঠিত

আনোয়ারায় জশনে জুলুস অনুষ্ঠিত

মো আরাফাত আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি

আনোয়ারায় বন্দর পশ্চিমচাল হযরত মাওলানা সৈয়দ আছহাব উদ্দীন (রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নাবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২২ সেপ্টেম্বর) সকাল ৮ টায় উত্তর পশ্চিমচাল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু হয়ে বারশত কালীবাড়ি,বোয়ালিয়া,পারকি,সিইউএফএল ও বন্দর সেন্টারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয়।

এতে অধ্যক্ষ মাওলানা আমির আহমেদ আনোয়ারী সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী। প্রধান মেহমান ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন কন্ট্রাটার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমদ্বীন শায়ের মাওলানা এনামুল হক এনাম,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য এম এ রশীদ,বিশিষ্ট সমাজসেবক আবদূল মালেক, মাওলানা ওসমান গনি, আবুল বশর সওদাগর,শেখ আহামদ ও স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দসহ এলাকার সর্বস্তরের সুন্নী জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *