আনোয়ারায় চোলার আগুনে ৪দোকান পুড়ে ছাই
মো আরাফাত আনোয়ারা ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাতের হোটেলের গ্যাসের চোলার আগুনে ৪দোকান পুড়ে গেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ১৫নং ঘাট এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, আলাউদ্দিন, জাহিদ,রমজান হোসেন।
প্রত্যেক্ষদর্শী মোহাম্মদ আরফাত জানান, সন্ধায় ভাতের দোকানের গ্যাসের সিলিন্ডার থেকে আগে লেগে চার দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ আলাউদ্দিন জানান, হঠাৎ আগুন লেগে আমার দোকানসহ চারটি দোকান পড়ে গেছে আগুনে আমার প্রায় ২লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
এবিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, ৬টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।