আনোয়ারায় চাচাতো ভাইয়ের হাতে বোন খুন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ফাতেমা বেগম (৪৫) নামের এক বোন খুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ফাতেমা বেগম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।
ঘটনার বিষয়ে নিহতের ভাই মোঃ আমিন জানায়, বুধবার বিকেলে আমার বোন কলাগাছের পাতা কাটতেছিলো এমন সময় রেজাউল গিয়ে কোন কথাবার্তা ছাড়া আমার বোনকে আঘাত করতে মাটিতে ফেলে দেয়। পরবর্তীতে আমরা বোনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলল সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে আমার বোন মারা যায়। তারপর সকালে এসে আমরা থানায় খবর দিই।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, বৃহস্পতিবার সকালে নিহতের ছোট ভাই থানায় এসে খবর দিলে আমরা ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।