আনোয়ারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৯ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আজগর ও সহকারী শিক্ষিকা পাপিয়া জেসমিন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আহমদ ছফা, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল আজিম চৌধুরী, সিনিয়র শিক্ষক বদিউল আলমসহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।