
আনোয়ারায় আগুনে পুড়ে ১১ বসতঘর ভস্মিভূত, ক্ষয়ক্ষতি ৬৭ লাখ
মো আরাফাত আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুই ইউনিয়নে আগুনে পুড়ে ১১ বসতঘর ভস্মিভূত হয়েছে। এতে ৬৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নে ১নং ওয়ার্ড পরুয়াপাড়া গ্রামের ইয়াছিন তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসহাক মেম্বার।
এতে আবদু ছালাম , আবদুল কুদ্দুস, নুরুল আমিন, নুর মোহাম্মদ জুলেখা বেগম, নুর ছোবান, আবদুচ ছোবান, আবুল হোসেন, বাবুল হক , সিরাজ উদ্দিন ।
এদিকে ভোর ৫টার দিকে উপজেলার ১১নং খুরুস্কুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে
হাজির পুরাতন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায়
মোঃ ফারুক এর বসতঘর ভস্মিভূত হয়েছে। এতে ৭ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ফারুক।
দুই অগ্নিকাণ্ডে ঘটনার সূত্রপাত হিসেবে বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।