অবরোধের বিরুদ্ধে লোহাগাড়া যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্তৃক ঘোষিত কর্মসূচীর আলোকে
তৃতীয় দিনের মত বিএনপির অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা যুবলীগ।
বৃহস্পতিবার সকালে ১০টার দিকে বটতলী মোটর স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন এবং আবদুল হান্নান মোহাম্মদ ফারুকের যৌথ নেতৃত্বে বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতাকর্মী ও আওয়ামী লীগের অংগসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করে।
এসময় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বটতলী মোটর ষ্টেশন। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
সমাবেশে যুবলীগ নেতা মোহাম্মদ জহির উদ্দিন বলেন, ‘বিএনপি-জামায়াতের কোনো চক্রান্ত বাংলার মার্টিতে সফল হবে না। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে আওয়ামী যুবলীগ যথেষ্ট। বিএনপিকে প্রতিরোধ করতে যুবলীগ সদা প্রস্তুত রয়েছে। বিএনপিকে প্রতিহত করতে দেশের মানুষের জানমাল রক্ষায় যুবলীগের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন বলেও জানান তিনি ।’