অবরোধের প্রতিবাদে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা বোরহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

অবরোধের প্রতিবাদে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা বোরহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আব্বাস উদ্দিন,  চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

স্বাধীনতা বিরোধী-মৌলবাদী শক্তির বিশ্বস্ত ঠিকানা, দুর্নীতি-অদক্ষতা- অপরাজনীতির রোলমডেল, গণতন্ত্রের ঘাতক বিএনপি-জামাতের হত্যা-সন্ত্রাস-নৈরাজ্য ও অবরোধ এর প্রতিবাদে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান সোবাহান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ৩১ অক্টোবর বিকালে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে অনুষ্ঠিত হয়।

এসময় বোরহান সোবহান বলেন- সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় এমপি প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয় এর নির্দেশে মানুষের জানমালের নিরাপত্তা ও বিশৃঙ্খলা ঠেকাতে বাংলাদেশ ছাত্রলীগ লোহাগাড়া উপজেলা শাখার নেতা কর্মীরা সবসময় মাঠে আছি, মাঠে থাকবে। যে কোন ধরনের নাশকতা, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য রোধ করতে বাংলাদেশ পুলিশের পাশাপাশি আমরাও রাজপথে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *