অপরাধ দমনে লোহাগাড়ার বটতলী শহর সম্পূর্ণ
সিসি ক্যামেরার আওতায়।
লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি.
দক্ষিণ চট্টগ্রামের সর্ব বৃহৎ,বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত বটতলী মোটর স্টেশন এই স্টেশনের আধুনিকায়ন সকল প্রকার অপরাধ দমনের জন্য লোহাগাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ স্টেশনকে আধুনিক মানের সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
২০ ডিসেম্বর-২৩ইং (বুধবার) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে বটতলী স্টেশনের সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদু্ল ইসলাম,লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন,পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, আধুনগর ইউপির চেয়ারম্যান মোঃ,নাজিম উদ্দিন, সাংবাদিক নুরুল ইসলাম, সহ আরো অনেকে ।
লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল জানান,কিশোর গ্যাং,মাদক সেবী,ইয়াবা কারবারি, ডাকতি,চুরি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধ, ব্যবসায়ীদের নিরাপত্তা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার জন্য এই সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন,থানা প্রশাসন এই সিসি ক্যামরার মাধ্যমে সম্পূর্ণ বটতলী শহর সারাক্ষণ মনিটরিং করবে।